আগস্টে হন্ডুরাসের কফি রফতানি কমেছে

বণিক বার্তা ডেস্ক

হন্ডুরাস মধ্য আমেরিকার শীর্ষ কফি উৎপাদক ও রফতানিকারক ছবি: রয়টার্স

হন্ডুরাসের কফি রফতানি কমেছে। মধ্য আমেরিকার দেশটি গত মাসে মোট ৩ লাখ ২১ হাজার ৩০৩ ব্যাগ কফি (প্রতি ব্যাগে ৬০ কেজি) রফতানি করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ কম। গত বছরের আগস্টে দেশটি ৩ লাখ ৯৮ হাজার ৮৭৫ ব্যাগ কফি রফতানি করেছিল। গতকাল হন্ডুরাস কফি ইনস্টিটিউটের (আইএইচসিএএফই) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।  

হন্ডুরাস মধ্য আমেরিকার শীর্ষ কফি উৎপাদক ও রফতানিকারক। আইএইচসিএএফইর চেয়ারম্যান দাগোবার্তো সুয়াজো বলেন, ‘কফির বাগানগুলোয় রোগবালাই দেখা দিয়েছে। ফলে কফি উৎপাদন কমে যাওয়ায় রফতানিও কমে গেছে।’ 

এদিকে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত হন্ডুরাস মোট ৪৫ লাখ ৩০ হাজার ব্যাগ কফি রফতানি করেছে, যা ২০২২-২৩ মৌসুমের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ কম। মধ্য আমেরিকা ও মেক্সিকোয় কফির মৌসুম অক্টোবর-সেপ্টেম্বর পর্যন্ত চলে।

হন্ডুরাস এ মৌসুমে প্রায় ৪৯ লাখ ৮০ হাজার ব্যাগ কফি রফতানির আশা করছে। গত বছর দেশটি ৫৩ লাখ ৪০ হাজার ব্যাগ কফি রফতানি করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন