ঐতিহাসিক জয়ের পর টাইগার অধিনায়ককে প্রধান উপদেষ্টার ফোন

নিজস্ব প্রতিবেদক

ছবি- প্রধান উপদেষ্টার কার্যালয়

পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আর এমন ঐতিহাসিক মুহূর্তে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য তাকে এবং দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (৩ সেপ্টেম্বর) জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ছয় উইকেটে জয়ের পর প্রধান উপদেষ্টা শান্তকে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।’

এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন