রাওয়ালপিন্ডিতে দ্বিতীয়
টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর লিটন
দাস ও মেহেদী হাসান মিরাজের মহাকাব্যিক জুটি। সপ্তম উইকেটে ১৬৫ রান তুললেন দুজন। টেস্টে
৫০ রানের আগে ৬ উইকেট পতনের পর সর্বোচ্চ রানের জুটি এটিই।
৭৮ রান করে আউট হয়ে যান
মিরাজ। এরপরও চোট নিয়ে লড়ে যান লিটন। হাসান মাহমুদকে নিয়ে তিনি দলের সংগ্রহটা দেড়শ
পার করান। এ পথে খেলেন ১৩৮ রানের অনবদ্য ইনিংস। এই জুটিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল।
বড় লিডের সম্ভাবনা তৈরি করে তা এভাবে হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে
পারেনি পাকিস্তান। ১৭২ রানে গুটিয়ে যায় তারা। এরপর বাংলাদেশ ১৮৫ রানের টার্গেটটা দারুণভাবে
ছুঁয়ে ফেলে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে
হয়নি লিটনকে। তবে প্রথম ইনিংসে ১৩টি চার ও ৪ ছক্কায় খেলা ১৩৮ রানের ইনিংসের সুবাদে
তিনিই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। আর দুই ম্যাচেই অবিশ্বাস্য পারফর্ম করা মিরাজ হয়েছেন
টুর্নামেন্টসেরা। দুই ম্যাচে ১০ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেন ১৫৫ রান।