রাওয়ালপিন্ডিতে সিরিজের
দ্বিতীয় টেস্ট জিততে বাংলাদেশের আর মাত্র ৬৩ রান প্রয়োজন। হাতে রয়েছে ৮ উইকেট। ২ উইকেটে
১২২ রান তুলে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ৩৩ ও মুমিনুল
হক ২০ রানে অপরাজিত রয়েছেন।
বিনা উইকেটে ৪২ রান নিয়ে
সকালে পঞ্চম দিন মাঠে নামা বাংলাদেশ ৭০ রানের মধ্যে হারায় দুই ওপেনার জাকির হাসান (৪০)
ও সাদমান ইসলামকে (২৪)। জাকিরকে বোল্ড করেন মির হামজা আর সাদমান শান মাসুদকে ক্যাচ
দিয়েছেন খুররম শাহজাদের বলে। এরপর বাংলাদেশকে টানছেন শান্ত ও মুমিনুল। দুজনে ৫২ রানের
জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দেশকে জয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছেন।
টেস্টে ২৪ বছরের যাত্রায়
মাত্র দুবার বিদেশের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ জিতলে পাকিস্তানের মাঠে প্রথম
ও সব মিলে বিদেশে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা। সেই সঙ্গে
হোয়াইটওয়াশ করা হবে পাকিস্তানকে।
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে
দুবার ও জিম্বাবুয়েকে একবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের
মাটিতে ২-০তে ও ২০২১ সালে জিম্বাবুয়ের মাটিতে ১-০তে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ।
তবে বড় কোনো দলের মাঠে সিরিজ জয়ের কীর্তি নেই। আজই ঘুচতে পারে সেই অপূর্ণতা।
পাকিস্তানকে প্রথম ইনিংসে
২৭৪ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬২ রান সংগ্রহ করে। পাকিস্তান দ্বিতীয়
ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ পায় ১৮৫ রানের টার্গেট।