অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা আগামী বছরগুলোয় কমবে বলে মত অধিকাংশ বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠানের। তবে সম্প্রতি এর বিপরীত পূর্বাভাস দিয়েছে বিশ্বের অন্যতম বড় জ্বালানি তেল কোম্পানি এক্সনমবিল। তাদের মতে, ২০৫০ সাল নাগাদ অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ১০ কোটি ব্যারেলের ওপরে পৌঁছতে পারে। খবর রয়টার্স।
এর আগে জুলাইয়ে বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা ২৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এক্সনমবিল, যা একই মাসে দেয়া ব্রিটেনের তেল-গ্যাস কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। বিপির পূর্বাভাস অনুসারে, আগামী বছরগুলোয় জ্বালানি তেলের ব্যবহার ধীরে ধীরে কমে ২০৫০ সালের মধ্যে দৈনিক প্রায় সাড়ে সাত কোটি ব্যারেলে নেমে আসতে পারে। এমন পূর্বাভাস সামনে রেখে ২০৩০ সালের মধ্যে উত্তোলন দৈনিক ২০ লাখ ব্যারেলে নামিয়ে আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। তবে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা (নেট জিরো) বাস্তবায়নের ক্ষেত্রে এ পতন আরো ব্যাপক হবে বলে ধারণা কোম্পানিটির। সেক্ষেত্রে চাহিদা দৈনিক আড়াই-তিন কোটি ব্যারেলে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে বিপি।
এক্সনমবিলের পূর্বাভাস আরেক জ্বালানি তেল কোম্পানি শেভরনের পূর্বাভাসের তুলনায়ও ৩০ শতাংশ বেশি। আগামী বছর চাহিদা দৈনিক ১০ কোটি ২০ লাখ ব্যারেলে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি। এ সময় সৌরবিদ্যুতের ব্যাপক প্রসার ঘটতে পারে। প্রসঙ্গত, এক্সনমবিল চলতি বছর দৈনিক ৪৩ লাখ ব্যারেল জ্বালানি তেল ও গ্যাস উত্তোলনের পরিকল্পনা করেছে। এদিকে গত সপ্তাহ শেষে আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি জ্বালানি তেলের দামের পূর্বাভাস সংশোধন করেছে। পণ্যটির রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও নন-ওপেক দেশগুলো থেকে সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং চাহিদা কমার পরিপ্রেক্ষিতে দাম কমে আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মরগান স্ট্যানলি বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা বাড়ার পূর্বাভাসও দৈনিক ১২ থেকে ১১ লাখ ব্যারেলে নামিয়ে এনেছে। প্রতিষ্ঠানটির মতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জ্বালানি তেলের সংকট তৈরি হতে পারে। তবে চতুর্থ প্রান্তিকে চাহিদা স্থিতিশীল ও আগামী বছর নাগাদ সরবরাহ বাড়তে পারে।
এছাড়া চতুর্থ প্রান্তিকে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের মূল্যের পূর্বাভাস ব্যারেলপ্রতি ৮৫ থেকে কমিয়ে ৮০ ডলারে নামিয়ে এনেছে। আগামী বছরের শেষ নাগাদ দাম ধীরে ধীরে ৭৫ ডলারে নেমে আসার পূর্বাভাস দিয়েছে। এর আগে ৭৬ ডলারে নেমে আসার পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।