বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনকারীদের কর্মসূচির প্রস্তুতিকালে সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ ও মাহামুদুল হাসান তমালসহ ১২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সংহতি কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় শুভসহ ১২ শিক্ষার্থীকে আটক করা হয়।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সেঁজুতি জানান, আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে শতাধিক শিক্ষার্থী বরিশাল মেট্রোপলিটন নৌবন্দর ( সাহেবের হাট) থানার দিকে রওনা
করলে পুলিশ ভোলা বরিশাল মহাসড়কের জিরো পয়েন্টে তাদের গাড়ি আটকে দিয়েছে। এক পর্যায়ে
শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে সড়কে অবরুদ্ধ করে রাখে।
সমন্বয়ক সেঁজুতি আরো বলেন, আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিচতলায় তাদের
পূর্বনির্ধারিত ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র-শিক্ষক সংহতি কর্মসূচি ছিল। যা শুরু হওয়ার আগেই পুলিশ আমাদের সমন্বয়কদের
আটক করেছে।
তবে নৌবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১২ শিক্ষার্থীকে হেফাজতে নেয়া হয়েছে। এখন শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।