কোরবানি করতে গিয়ে শিং ও ছুরিকাঘাতে আহত ১৪০

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা/ফাইল

রাজধানীতে গরুর শিং ও ছুরিকাঘাতে আহত হয়ে ১৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হন। আজ সোমবার (১৭ জুন) সকাল থেকে বেলা ৪টার মধ্যে চিকিৎসা নিতে হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা।

ঢামেক হাসপাতালে চিকিৎসা নেয়া বেশিরভাগ রোগীই কাটাছেঁড়ার চিকিৎসা নেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে এখন পর্যন্ত একজনকে ভর্তি করা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজন হাসপাতালে ভর্তি আছেন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন