প্রণোদনা ঘোষণায়ও নির্ধারিত স্থানে পশু কোরবানিতে অনীহা নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক

ছবি: ডিএনসিসি

নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে দেয়া হবে হাজার টাকা রয়েছে ভ্যানে করে বাসায় মাংস পৌঁছে দেয়ার ব্যবস্থা পশু কোরবানি দেয়ার স্থান সাজানো ত্রিপল দিয়ে, পাশাপাশি রয়েছে সবার জন্য লেবুর শরবতের ব্যবস্থা এতসব সুযোগ-সুবিধা দেয়ার পরও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে অনীহা নগরবাসীর

ডিএনসিসির নম্বর ওয়ার্ডে মিরপুর সেকশন-১১, ব্লক-সি প্যারিস রোডসংলগ্ন মাঠে পশু কোরবানির ব্যবস্থা করে ডিএনসিসি সোমবার (১৭ জুন) দুপুর পৌনে ১২টা পর্যন্ত এখানে মাত্র ছয়টি গরু কোরবানি দেয়া হয় এছাড়া তখন আরো তিনটি গরু কোরবানি দেয়ার জন্য রাখা ছিল যদিও মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজিদুল ইসলামের দাবি, সারা দিনে ৬০-৭০টি পশু কোরবানি হবে মাঠে ডিএনসিসির ৩ নং ওয়ার্ডের অন্তর্গত ওই মাঠের আশপাশের সড়কে ওই সময় আরো ছয়-সাতটি গরু কাটাকুটি করতে দেখা যায়

মাঠের পূর্ব পাশে ইম্পেরিয়াল স্কুলের সামনের রাস্তায় গরু কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় বাসিন্দা রাফি মাঠে কোরবানি না করার কারণ হিসেবে তিনি বলেন, ‘বাসার সামনে কোরবানি দিচ্ছি, মাংস নিয়ে টানাহেঁচড়া কম হবে আর মা-বোনেরা আছেন, তারাও বাসার নিচে মাংস কাটাকাটি করবেন

তবে নির্ধারিত মাঠে যারা পশু এনে কোরবানি দিচ্ছেন তারা স্বস্তিতে কোরবানি দিতে পারছেন বলে জানান সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি, লেবুর শরবত দেয়া হয়েছে তাদের মাঠে শক্ত পলিথিনের ওপরে বসে নিজস্ব কসাই দিয়ে মাংস কাটতে দেখা গেছে কয়েকজনকে ফ্যানের বাতাস ভ্যান সুবিধাও পেয়েছেন তারা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন