বাংলাদেশে ভারতের থ্রি-হুইলার রফতানি কমেছে

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভারতের থ্রি-হুইলার রফতানি কমেছে সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) সংশ্লিষ্টদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড

ভারতের থ্রি-হুইলার রফতানি কমে আসছিল কয়েক বছর ধরেই ২০২৪-২৫ অর্থবছরেও বাংলাদেশসহ প্রধান বাজার শ্রীলংকা, নাইজেরিয়া মিসরের বাজারে চাহিদা কমে আসছিল, যা আগের জায়গায় ফেরারও তেমন একটা সম্ভাবনা নেই

২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (এপ্রিল-মে) প্রধান অটোমোবাইল কোম্পানি পিয়াজিও টিভিএসের রফতানি কমেছে ১৯ দশমিক শতাংশ এসআইএএমের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রফতানি কমেছিল ২৬ শতাংশ ২০২৩-২৪ অর্থবছরে কমেছে ১৭ শতাংশ   

অটোমোবাইল কোম্পানি প্রাইমার্স পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক অনুরাগ সিং বলেন, ‘শ্রীলংকা, বাংলাদেশ, নাইজেরিয়া মিসরের মতো দেশগুলো তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কারণে দেশগুলোয় থ্রি-হুইলারের চাহিদাও উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে

অনুরাগ সিং আরো বলেন, ‘অর্থনীতির পুনরুদ্ধার এখন শ্রীলংকা মূল লড়াই হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি রাজনৈতিক ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে নাইজেরিয়া অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশের বাজার নিয়েও এসব কারণে থ্রি-হুইলার রফতানির ভবিষ্যকে অন্ধকারে নিয়ে যাচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন