রাজধানীর পশুর হাটগুলোতে ঈদের দিনও চলছে কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক

ছবি: বাসস

রাজধানীর পশুর হাটগুলোতে ঈদের দিনও চলছে কোরবানির পশু কেনাবেচা। সোমবার (১৭ জুন) গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

বাজেটের সঙ্গে দাম না মেলায় ঈদের আগে গরু কিনতে পারেননি অনেকেই। ঈদের দিন কম দামে পাওয়া যাবে এ আশাতেই হাটে এসেছেন তারা। 

অনেকে আবার একটা গরু আগে কিনলেও বাড়তি আরো একটা গরু কোরবানি দিতে হাটে এসেছেন কোরবানির পশু কিনতে। 

ঈদুল আজহার নির্ধারিত দিন ১০ জিলহজ। মুসলিমরা এ দিনেই ঈদুল আজহা উদযাপন করে থাকেন। ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করেন। কিন্ত কোরবানি শুধু একদিনই নয়, ১০ জিলহজ ঈদুল আজহার দিনসহ আরো দুদিন কোরবানি করা যায়। জিলহজ মাসের ১০ তারিখ ঈদের নামাজ পড়ার পর থেকে শুরু করে ১২ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানির সুযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন