বর্তমান ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে তার অভিষেক ঘটেছে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ দিয়ে। সিনেমায় জুটি বেঁধেছিলেন শাহরুখ খানের সঙ্গে। সম্প্রতি এ অভিনেত্রী জানালেন শাহরুখ খানের নানা পরামর্শ মেনে চলেন তিনি। তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বিশেষত ওম শান্তি ওম সিনেমা করতে গিয়েই তাদের মধ্যে ভালো বোঝাপড়া হয়েছিল। সে সময়ে দীপিকার বয়স ছিল মাত্র ২১ বছর। দীপিকা জানান, শাহরুখ খানের পরামর্শ তিনি এখনো মনে রেখেছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘শাহরুখের কাছ থেকে প্রতিদিন নতুন কিছু শিখেছি।’
গত বছর এ জুটিকে পর্দায় দেখা গেছে দুটি ব্লকমাস্টার সিনেমা পাঠান ও জওয়ানে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই দীপিকা ও শাহরুখের একটি বিশেষ সম্পর্ক আছে বলেই অভিনেত্রী মনে করেন। ভারতীয় জনপ্রিয় বিনোদনমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘শাহরুখ প্রথম ব্যক্তি যিনি আমাকে বলেছিলেন, ‘‘সবসময় মনে রাখবে, তুমি যাদের সঙ্গে কাজ করছ—একটি ভালো সময় যেন কাটাতে পারো। তুমি যেখানেই থাকো সময়টিকে যেন উপভোগ করতে পারো’’।’
দীপিকা আরো বলেন, ‘যারা শাহরুখকে চেনেন তারা সবাই জানেন তিনি কতটা জ্ঞানী এবং আমার জন্য এটি অনেক বড় পাওয়া। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি। আমিও নতুন কিছু শিখতেই থাকব, তবে এটি আমার সঙ্গে সবসময় থাকবে।’
দীপিকা মনে করেন, তার চলার পথে দিকনির্দেশক নীতি হিসেবে কাজ করবে শাহরুখের এ পরামর্শ। বিশেষ করে সিনেমায় কাজ করার ক্ষেত্রে। তিনি আরো মনে করেন, চলচ্চিত্র জগতে মানুষের সঙ্গে কাজ করার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া বেশি জরুরি। সব সিনেমা ব্যবসাসফল হয় না। তাই সিনেমা ভালো না চলতে পারে, কিন্তু তার পেছনে কিছু ইতিবাচক অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
শাহরুখের সঙ্গে কি নিয়মিত যোগাযোগ থাকে দীপিকার? এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতিদিন যোগাযোগ হয় না। আমরা যখন একসঙ্গে সিনেমা করি আমি শাহরুখের সঙ্গে বেশি কথা বলি। কিন্তু আমাদের দেখা হওয়া, একটি আলিঙ্গন আমাদের জন্য অনেক বিশেষ। আমরা একে অন্যের সঙ্গে যা কিছু শেয়ার করি, বিশেষ করে আমি, এই সবকিছুই আমার কাছে খুব দামি। যখনই কোনো সিদ্ধান্ত নিতে দোটানায় ভুগি আমি, শাহরুখকে ফোন করি।’
সূত্র: হিন্দুস্তান টাইমস