যুব বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে আজ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে টিকে থাকতে হলে এ ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল শুক্রবারই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে তিন দল। দল তিনটি হলো-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। শেষ দল হিসেবে সেমিফাইনালে কে যাবে তা আজ নির্ধারণ হবে। খেলা শুরু বাংলাদেশ সময়
বেলা ২টায়।
আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে পাকিস্তান জিতলেই শেষ চারে চলে যাবে। তবে বাংলাদেশ জিতলেই হবে না। এর সঙ্গে মিলাতে হবে অনেক সমীকরণ। পাকিস্তান দল এরই মধ্যে বাংলাদেশ থেকে পয়েন্ট টেবিলে ২ বেশি নিয়ে এগিয়ে আছে। তাদের রানরেটও বেশি। পাকিস্তানের রানরেট ১.০৬৪। অপরদিকে বাংলাদেশের পয়েন্ট ০.৩৪৮। যে কারণে সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশের।
এক্ষেত্রে সুবিধা হবে, বাংলাদেশ যদি আগে ব্যাট করতে পারে। যে কারণে এই ম্যাচে টস জেতা গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেও বিবেচিত হচ্ছে। যদি বাংলাদেশ আগে ব্যাট করে, তাহলে পাকিস্তানকে ৫১ রানে হারাতে পারলেই সেমির টিকেট হাতে পেয়ে যাবে যুবা টাইগাররা।
বাংলাদেশ যদি পরে ব্যাট করে, তাহলে পাকিস্তানিদের থামাতে হবে কম রানে। আর জুনিয়র টাইগারদের জিততে হবে ৩৮.৩ ওভারের
কেবল এই দুই সমীকরণের কোনো একটি মিলে গেলেই বাংলাদেশ সেমিতে খেলতে পারবে। অন্যথায় খালি হাতেই ফিরতে হবে ২০২০ সালের চ্যাম্পিয়নরদের।