মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসিয়ের ৫০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে ‘ডেব্যুট ট্রেডিং অ্যান্ড রিং দ্য বেলও ‘সাইনিং অফ লিস্টিং এগ্রিমেন্টশিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেডিং শুরু হয়। চুক্তিটি স্বাক্ষর করেন মার্কেন্টাইল ব্যাংকের হেড অব ট্রেজারি ও এসইভিপি অসীম কুমার সাহা ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চীফ রেগুলেটরি অফিসার খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও নিকুঞ্জ শাখা প্রধান ফারুক আহমেদ, ট্রেজারী ডিভিশনের এফভিপি মোহাম্মদ তারেক পারভেজ খান, ডিএসইর সিএফও এ.জি.এম. সাত্বিক আহমেদ শাহ, এজিএম মো. রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন-কর্মকর্তারা।

উল্লেখ্য, বন্ডটি ডিএসইতে এন ক্যাটাগরিতে লেনদেনের জন্য তালিকাভুক্ত হলো। ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংকের পারপেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো MBPLCPBOND’ এবং বন্ডের স্ক্রিপ্ট কোড ২৬০১৪।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন