দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে
১২টি দেশ থেকে ৪৪ জন পর্যবেক্ষক আসবেন। তাদের
মধ্যে আফ্রিকার দেশ উগান্ডা থেকে সর্বোচ্চ ১১ জন আসার কথা জানিয়েছেন। এ ছাড়া বার্তা সংস্থা এএফপি থেকে আসবেন ১২ জন।
অন্যদিকে বিদেশী সংস্থার আবেদনের প্রেক্ষিতে
আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার জন্য আবেদনের সময় বৃদ্ধি
করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের
জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত যেসব দেশ থেকে বাংলাদেশের
ভোট পর্যবেক্ষণের আবেদন এসেছে তাদের মধ্যে স্ট্রেলিয়া থেকে একজন, ইতালিয়ান একজন, আইরিশ একজন,
স্লোভাক একজন, ব্রিটিশ একজন, ফ্রেঞ্চ একজন, উগান্ডা থেকে আসবেন ১১ জন, জার্মানি থেকে আসবেন
২ জন, জাপানিজ একজন, সুইডিশ একজন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, ভারতীয় একজন, সাউথ
এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জন, ব্রিটিশ হাইকমিশন থেকে থেকে একজন, নিউ দিল্লি টেলিভিশন
থেকে আসবে ২ জন। সব মিলিয়ে ৪৪ জন পর্যবেক্ষক
আসার জন্য ইসিকে জানিয়েছে।
এর আগে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। অশোক কুমার আরও বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছেন।