রাইডারদের জন্য ফুডপান্ডার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

রাইডিং পার্টনারদের জন্য প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্লাটফর্ম ফুডপান্ডা। সম্প্রতি শহীদ যায়ান চৌধুরী মাঠে ‘পান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩’ নামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ঢাকাভিত্তিক ফুডপান্ডা রাইডারদের আটটি দল অংশ নেয়। প্রতি দলে ১০ জন করে অংশগ্রহণ করে। দলগুলো হলো- বসুন্ধরা ওয়ারিয়র্স, গুলশান ফাইটার্স, উত্তরা সুপার জায়ান্টস, মিরপুর গ্ল্যাডিয়েটরস, ৬০ ফিট বুলস, ধানমন্ডি ব্লাস্টার্স, লালবাগ ওয়ারি কিংস ও বেইলি রোড নাইট রাইডার্স।

নকআউট রাউন্ডের মধ্য দিয়ে শুরু হয় পান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩। এরপর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ী দল হিসেবে গুলশান ফাইটার্স টিমের খেলোয়াড়দের মেডেল ও ২৫ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। আর রানার্স আপ দল হিসেবে বেইলি রোড নাইট রাইডার্স টিমের খেলোয়াড়দের ট্রফি ও প্রত্যেকের জন্য মেডেলসহ ১৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয়া হয়।

ফুডপান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস হায়দার মালিক বলেন, ‘রাইডার ও ক্রেতাদের জন্য একটি অর্থবহ কমিউনিটি তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের রাইডারদের শারীরিক ও সামাজিক সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ ঘটবে বলে আমি আশাবাদী।’ - সংবাদ বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন