ফিফা বিশ্বকাপ ২০২৬ এর
বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডে আজ মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দল লেবাননের মুখোমুখি
হবে বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘আই’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা
পৌঁনে ছয়টায়।
নিজেদের প্রথম ম্যাচে
মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে না উঠতেই
আজ আরেক শক্তিশালী দল লেবাননের সামনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নামের পাশে ৩ পয়েন্ট।
লেবানন ও ফিলিস্তিনের পয়েন্ট ১ করে। বাংলাদেশ এখনো পয়েন্ট পায়নি। আজই পয়েন্ট চান বাংলাদেশ
অধিনায়ক জামাল ভূঁইয়া।
গতকাল সংবাদ সম্মেলনে
জামাল বলেন, ‘কোচ বলেছেন আমরা তিন দিন আগে এসেছি। রিকভারি করেছি। অস্ট্রেলিয়া ম্যাচ
নিয়ে আলাপ করেছি। এখন আমাদের ওই ম্যাচটা ভুলে যেতে হবে। এগিয়ে যেতে হবে। কেননা, আমি
মনে করি, বিশেষ করে লেবানন ও ফিলিস্তিন ম্যাচে আমরা পয়েন্ট নিতে পারি। ওরা আমাদের চেয়ে
অত দূরের দল নয়। আমরা এরই মধ্যে লেবাননের বিপক্ষে খেলেছি। আমরা সবাই আগামীকাল (আজ)
চেষ্টা করব (ভালো কিছুর জন্য)।’
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ
১৮৩ নম্বরে। সেখানে গ্রুপের অস্ট্রেলিয়া ২৭তম, ফিলিস্তিন ৯৬তম ও লেবানন ১০৪তম। এরপরও
ভালো করতে আশাবাদী জামাল। তিনি বলেন, ‘সত্যি বলতে মালদ্বীপ একটা পর্যায়ের দল, লেবানন
আরেকটু উপরের দল। আমার নিজের বিশ্বাস আছে। মানুষ মনোযোগ দেয় শেষ ম্যাচের দিকে, আমাদের
ফোকাস লেবানন ও ফিলিস্তিন ম্যাচের দিকে। এমনকি অস্ট্রেলিয়া ম্যাচের আগেও আমরা বলেছি,
আমাদের মূল দৃষ্টি এই দুই প্রতিপক্ষ নিয়ে।’
গত সাফ চ্যাম্পিয়নশিপে
গ্রুপ পর্বের দেখায় অতিথি দল লেবাননের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ জয় চায় জামাল
ভূঁইয়ার দল।
‘আই’ গ্রুপে বাংলাদেশ,
অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতা করছে।