
হার্দিক
পান্ডিয়া গোঁড়ালির চোট থেকে এখনো সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ
ম্যাচের টি২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার সূর্যকুমার যাদব। সোমবার
তাকে অধিনায়ক করেই ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে সহ-অধিনায়ক দুজন! প্রথম
তিন ম্যাচের জন্য রুতুরাজ গায়কোয়াড় ও শেষ দুই ম্যাচের জন্য শ্রেয়াস আইয়ার
অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
বিশ্বকাপ
খেলা রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জশপ্রীত বুমরাহ,
মোহাম্মদ শামিসহ শীর্ষ ক্রিকেটাররা টি২০ সিরিজে বিশ্রাম পাচ্ছেন। সূর্যকুমার, ইশান
কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণকে রাখা হয়েছে বিশ্বকাপের দল থেকে। তারা বিশ্বকাপে খুব বেশি
সুযোগ পাননি বলেই টি২০ সিরিজে অগ্রাধিকার পাচ্ছেন।
এদিকে,
ভারতের বিপক্ষে টি২০ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার
ডেভিড ওয়ার্নার। এছাড়া বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় প্যাট কামিন্স, জস হ্যাজেলউড,
মিচেল স্টার্ক, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনরা সবাই বাড়ি ফিরে গেছেন। দলটিকে
নেতৃত্ব দেবেন উইকটেকিপার ও ব্যাটার ম্যাথু ওয়েড।
২৩
নভেম্বর বিশাখাপত্তনমে প্রথম টি২০ ম্যাচ। এরপর ২৬ নভেম্বর তিরুবনন্তপুরম, ২৮
নভেম্বর গুয়াহাটি, ১ ডিসেম্বর রায়পুর ও ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে সিরিজের বাকি
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ভারত
টি২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), শ্রেয়াস
আইয়ার (শেষ দুটি ম্যাচের জন্য), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিংহ,
জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবাম দুবে, রবি বিষ্ণোই,
আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।
অস্ট্রেলিয়া
টি২০ স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল,
ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জস ইংলিস, অ্যারন হার্ডি, জ্যাসন
বেহরেনডর্ফ, শন অ্যাবোট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, তানভির
সাংহা।