স্যাম অল্টম্যান যোগ দেয়ার খবরে মাইক্রোসফটের শেয়ার সর্বকালের শীর্ষে

বণিক বার্তা অনলাইন

ছবি: সিএনএন

ওপেনআই থেকে বাদ পড়া স্যাম অল্টম্যানের যোগ দেয়ার খবর প্রকাশ হতেই মাইক্রোসফটের শেয়ার দর সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল সোমবার (২০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৭৭ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।

গতকাল চ্যাটজিপিটির নির্মাতা সংস্থার এ সাবেক প্রধান নির্বাহীর যোগ দেয়ার খবর প্রকাশ হয়।

মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন স্যাম। অবশ্য এ সংস্থার সঙ্গে আলোচিত প্রযুক্তি উদ্যোক্তার সম্পর্ক নতুন নয়। ওপেনআই-এ বিনিয়োগকারীদের অন্যতম মাইক্রোসফট।

স্যাম আল্টম্যানকে সরিয়ে দেয়ার পরপরই নেতিবাচক প্রতিক্রিয়া দেখতে পায় মাইক্রোসফট। গত ১৭ নভেম্বর সংস্থার শেয়ার দরে ১ দশমিক ৭ শতাংশ পতন ঘটে।

ওপেন এআই-এর সবচেয়ে বড় স্টেকহোল্ডার মাইক্রোসফট। তাদের বিনিয়োগ প্রায় এক হাজার ৩০০ কোটি ডলার। স্যাম যোগ দেয়ার প্রতিষ্ঠানটির শেয়ার দর চলতি বছরের মধ্যে ৫৬ শতাংশ বেড়েছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দেয়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানটির শেয়ার দরে এ উল্লম্ফন।

ওপেন এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যানও যোগ দিতে যাচ্ছেন মাইক্রোসফটে।  

ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভসের দাবি, স্যাম অল্টম্যান ও ব্রোকম্যানের নিয়োগের পর শেয়ার দর ৪২৫ ডলারে উঠতে পারে। তিনি বলেন, ‌আমরা মাইক্রোসফটকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপটে আগের চেয়ে শক্তিশালী মনে করছি। সেখানে একইসঙ্গে স্যাম অল্টম্যান ও ব্রোকম্যান রয়েছে।  

এদিকে প্রধান নির্বাহী হিসেবে স্যাম অল্টম্যান সরিয়ে দেয়ার ঘটনায় ওপেনএআই-এর শতাধিক কর্মী প্রতিবাদ জানিয়েছে।

সিএনএনের হাতে আসা এক চিঠি অনুসারে, ৫০০ জন কর্মী স্যাম অল্টম্যানকে সরিয়ে দেয়ার ঘটনায় বোর্ডকে দায়ী করেছেন। বোর্ডের অভিযোগ ছিল, অল্টম্যান বোর্ডের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা করে চলছেন না। তবে মাইক্রোসফটে যোগ দেয়ার মধ্য দিয়ে আলোচনার ইতি ঘটতে যাচ্ছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন