
গ্রেফতার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান
ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। রাজধানীর পল্লবী এলাকা থেকে
তাকে গ্রেফতার করা করেছে র্যাব-২।
হাবিবুর রহমানের বিরুদ্ধে হাইকোর্ট
সম্পর্কে কটুক্তি ও আদালত আবমাননার মামলায় হাজির না হওয়ার অভিযোগ আনা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংক্ষিপ্ত
বার্তায় এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ‘মহামান্য হাইকোর্টকে
কটুক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান
হাবিব'কে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২।’