মিস ইউনিভার্স ২০২৩ যেসব কারণে ভিন্ন

ফিচার ডেস্ক

শেনিস পালাসিওস ছবি: এবিসি নিউজ

ঘটে গেল একটি বিশেষ ঘটনা। মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতলেন নিকারাগুয়ার প্রতিযোগী শেনিস পালাসিওস। তার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন ও প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। প্রতিবারের মতোই আয়োজিত হয়েছিল এবারের আসর। তবে ভিন্নতা ছিল বেশকিছু। সে কারণে এ আসরকে বিশেষও বলা যায়।

২৩ বছর বয়সী শেনিস পালাসিওস প্রথম নিকারাগুয়ান হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। নিকারাগুয়ার জন্য বয়ে এনেছেন সম্মান। তিনি গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেছেন। শেনিসের ক্ষেত্রে আরেকটি বিশেষ ঘটনা হলো তিনি একসময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এ কারণে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চান।

নিকারাগুয়া থেকে মিস ইউনিভার্স পাওয়ার পাশাপাশি এবারের আসরে নিয়ম-কানুনে কিছু পরিবর্তন করা হয়েছিল। প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিতা ও সন্তান আছে এমন নারীদেরও সুযোগ দেয়া হয়েছে। এছাড়া এবারের আসরে শেনিসের জেতার অন্যতম কারণ বুদ্ধিমত্তা। তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কোন নারীর জীবনযাপন করতে চাইবেন, শেনিস নাম করেন মেরি ওলস্টোনক্র্যাফটের। মেরি ছিলেন আঠারো শতকের একজন লেখিকা। নারী অধিকারের জন্য তিনি কাজ করেছেন। এছাড়া শেনিস জানিয়েছেন, তিনি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের বেতনবৈষম্য কমাতে ভূমিকা রাখতে চান। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের বিষয় তো আছেই। মিস ইউনিভার্সের আসর এমন উদাহরণ এই প্রথম দেখল।

মিস ইউনিভার্স নগদ অর্থের পাশাপাশি বিশ্বখ্যাত নানা ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পান। তবে এবারের আসরে আরেকটি বিশেষত্ব ছিল মিস ইউনিভার্সের মুকুট। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে দামি। লেবানিজ প্রতিষ্ঠান মওয়াওয়াদ তৈরি করেছে মুকুটটি। এটি তৈরিতে ব্যয় হয়েছে ৫০ লাখ ডলার। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ৫৫ কোটি টাকারও বেশি। লেবানিজ প্রতিষ্ঠানটি এ মুকট তৈরিতে ব্যবহার করেছে স্বর্ণ ও হীরা। এছাড়া শেনিস পাচ্ছেন নগদ আড়াই লাখ ডলার। 

সূত্র: এবিসি নিউজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন