
ভারতের গোয়া শহরে আয়োজিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। গতকাল শুরু হয়েছে চলচ্চিত্র উৎসবটি। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। চলচ্চিত্র উৎসবে প্রায় ২৫০টি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে থাকছে বিভিন্ন দেশের বিচিত্র স্বাদের সব সিনেমা। চলচ্চিত্র উৎসবের ওপেনিং গালায় আমন্ত্রণ জানানো হয়েছিল করণ জোহর, সারা আলী খান ও সুখবিন্দর সিংকে। এ উৎসবে প্রদর্শন হবে পঙ্কজ ত্রিপাঠী ও জয়া আহসান অভিনীত কড়ক সিং।