
জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে মার্কিন
ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ খবর প্রকাশ হতেই
কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। ওই অঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের
অস্ত্র বিক্রিকে দায়ি করছে পিয়ংইয়ং।
আজ সোমবার (২০ নভেম্বর) উত্তর কোরিয়ার
রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা
মন্ত্রণালয় দক্ষিণ এশিয়ায় মার্কিন অস্ত্রনীতির কড়া সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও
তাদের মিত্রদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি জানিয়ে পিয়ংইয়ং বলেছে, এই অস্থিতিশীল পরিস্থিতির
প্রতিক্রিয়ায় নিজেদের প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদার করবে পিয়ংইয়ং।
শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে
তুলতে যুক্তরাষ্ট্রের ৪০০ টোমাহক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা প্রকাশ করেছে জাপান।
গত ১৭ নভেম্বর পেন্টাগন জানিয়েছে, জাপানের সঙ্গে ২৩৫ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির
চুক্তিকে অনুমোদন করেছে। এখন চূড়ান্ত অনুমোদন পেলে সরবরাহ করা হবে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার কাছে সাইডউইন্ডার
মিসাইল বিক্রির একটি সম্ভাব্য চুক্তিও অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
এসব অস্ত্র চুক্তিকে কেন্দ্র করে দক্ষিণ
কোরিয়া বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি। অস্ত্র বিক্রি করে যত বেশি লাভ করবে
নিরাপত্তা সংকটের জন্য তত বেশি মূল্য দিতে হবে।
বর্তমানে গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের
প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, এমন দক্ষিণ কোরিয়ার এ তথ্য প্রকাশের মধ্যেই সম্ভাব্য
অস্ত্র চুক্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল পিয়ংইয়ং।