
ক্রিড সিরিজের তৃতীয় সিনেমা মুক্তি পেয়েছিল গত মার্চে। এবার এর পরবর্তী পর্যায় নিয়ে কাজ শুরু হয়েছে। ক্রিড থ্রিতে অভিনয় করেছিলেন মাইকেল জর্ডান, জোনাথন মেজর্স ও টেসা থমসন। সিনেমাটি পরিচালনা করেছিলেন মাইকেল জর্ডান। এটি ছিল জর্ডানের পরিচালিত প্রথম সিনেমা। মন্দার বাজারেও সিনেমাটি বক্স অফিসে ভালো আয় করেছিল। পাশাপাশি সমালোচকদের প্রশংসা পায় সিনেমাটি। সে ধারাবাহিকতা ধরে রাখতে ক্রিডের পরবর্তী সিনেমাও পরিচালনার ভার পেলেন মাইকেল জর্ডান। সম্প্রতি এ তথ্য দিয়েছেন ক্রিড ফ্র্যাঞ্চাইজির প্রযোজক আরউইন উইঙ্কলার।
মাইকেল জর্ডান ক্রিড থ্রি দিয়েই বসেছিলেন পরিচালকের চেয়ারে। নিজেই অভিনয় করেছিলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন আদোনিস ক্রিডের চরিত্রে। সিনেমাটি মূলত সিলভেস্টার স্ট্যালোন অভিনীত ‘রকি’ সিরিজের স্পিন অফ। ক্রিড সিরিজ শুরু হয় ২০১৫ সালে। রায়ান কুগলার পরিচালনা করেছিলেন সিনেমাটি। ২০১৮ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমাটির পরিচালক ছিলেন স্টিভেন ক্যাপল জুনিয়র। প্রথম দুটি সিনেমায় অভিনয় করেছিলেন সিলভেস্টার স্ট্যালোন। তার প্রবাদপ্রতিম চরিত্র রকি হিসেবেই দেখা গিয়েছিল তাকে। তৃতীয় সিনেমাটি নির্মাণ করেছিলেন মাইকেল জর্ডান।
জর্ডান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় এ বছরের মার্চে। মুক্তির পরপরই সিনেমাটি ভালো সাড়া পেয়েছিল। প্রথম উইকএন্ডে সিনেমাটি আয় করেছিল ৫ কোটি ৮০ লাখ ডলার। এ ফ্র্যাঞ্চাইজির জন্য উইকএন্ড আয়টি ছিল রেকর্ড।
ক্রিড জনপ্রিয়তা পাওয়ার একাধিক কারণ রয়েছে। সিনেমাটি ক্ল্যাসিক ঘরানার বক্সিং ফিল্ম। এতে সিলভেস্টার স্ট্যালোনকে দেখা যায় অ্যাপোলোর মেন্টর হিসেবে। সিনেমাটির সাফল্যের পর অ্যামাজন জর্ডানের সঙ্গে যোগাযোগ করেছিল একটি টেলিভিশন সিরিজ করার বিষয়ে। ক্রিড বক্সিং ওয়ার্ল্ড নামে এ সিরিজ করতে চেয়েছিল অ্যামাজন। এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের খবর এখনো পাওয়া যায়নি। তবে ভ্যারাইটির ধারণা আলোচনা চলছে।
ক্রিড ফোর জর্ডান পরিচালনা করবেন এ খবর প্রথম জানায় ডেডলাইন। তারা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছিল, যেখানে উইঙ্কলার এ তথ্য দিয়েছিলেন। সিনেমাটি নিয়ে প্রযোজক বলেন, ‘আমরা ক্রিড ফোর নিয়ে কাজ করতে চাচ্ছি। কাজ শুরু হয়েছে। আমাদের হাতে একটা ভালো গল্প আছে। হলিউডে চলা ধর্মঘটের কারণে কাজ পিছিয়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা আবার জর্ডানকে নিয়ে কাজ শুরু করতে পারি। হয়তো আগামী বছরের প্রথমদিকেই সিনেমার প্রি-প্রডাকশন শুরু হবে।’
সূত্র: ভ্যারাইটি