বলিউড অভিনেতা ইমরান হাশমি বর্তমানে আলোচনায় আছেন ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করে। টাইগারের তৃতীয় কিস্তি দিয়ে কয়েক বছর পর ফিরলেন তিনি। অভিনয়ের চমক দিয়ে দর্শকের প্রশংসা পাচ্ছেন। তবে এবার এক সাক্ষাৎকারে ‘কফি উইথ করণ’ নিয়ে কথা বলে আলোচনায় আছেন ইমরান হাশমি।
জনপ্রিয় সেলিব্রিটি টক শো কফি উইথ করণ। এর চতুর্থ সিজনে ঐশ্বরিয়া রাই ও মল্লিকা শেরাওয়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এরপর কী হয়েছিল, সে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কথা বলেন ইমরান হাশমি। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া নিয়ে করা এক মন্তব্যের পর ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু তৈরি করেছিলাম। যদিও কাউকে আঘাত করার জন্য ওই মন্তব্য করিনি। আমার মনে হয় কফি উইথ করণ আমার অনেক শত্রু বানিয়েছে।’
প্রায় ১০ বছর আগের কথা। কফি উইথ করণে ইমরানের সঙ্গে ছিলেন মহেশ ভাট। সেখানে র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর ইমরানের কাছে জানতে চান ঐশ্বরিয়া বলতেই তার মনে কী আসে। এর জবাবে ইমরান উত্তরে বলেন ‘প্লাস্টিক’। মল্লিকা শেরাওয়াত সম্পর্কেও একই ধরনের মন্তব্য করেন তিনি। এ ঘটনার পর ঐশ্বরিয়ার কাছে প্রকাশ্যে ক্ষমা চান ইমরান।
ফের কফি উইথ করণে ডাক পেলে কী করবেন তিনি, এর জবাবে বলিউডের এ অভিনেতা বলেন, ‘এখনো যদি ওই শোয়ে যাই, আগুন জ্বালাব’। আমাকে যখন র্যাপিড ফায়ারে প্রশ্ন করা হবে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না। তবে এটা আমি বলব যে সেবার আমি কাউকে আঘাত করে কিছু বলিনি।’
কিন্তু কেন এমন মন্তব্য করেছিলেন এর জবাবে ইমরানের বক্তব্য, কাউকে আঘাত করা নয়, সেদিন শুধু কফি উইথ করণের উপহারের বক্স জিততে চেয়েছিলেন তিনি। আর কোনো উদ্দেশ্য ছিল না।
সূত্র: হিন্দুস্তান টাইমস