সরকারি চাকরিজীবীদের রিটার্ন ৩০ নভেম্বরের মধ্যে দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গণকর্মচারীদের বেতন গ্রেড নির্বিশেষে সকলের আয়কর আইন ২০২৩ এ রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই আইন অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার জন্য ইতোমধ্যেই বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান রিটার্ন জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সম্প্রতি এক চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তাদের সকল কলেজ, ইন্সটিটিউট ও অন্যন্য প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য বলেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তাদের ওই আদেশে আরো জানিয়েছে, গণকর্মচারীদের বেতন ভাতা পাওয়ার জন্য রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে, সকল গণকর্মচারীর আবশ্যিকভাবে পরিসম্পদ ও দায়ের বিবরণী জমা দিতে হবে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলেন, সরকারি চাকরিজীবীরা আগে কোনো অর্থনৈতিক অপরাধে জড়িয়ে পড়লে আলাদা করে তাদের সম্পদের হিসাব দাখিল করতে বলা হতো। কিন্তু নতুন আয়কর আইন অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার ফলে সহজেই তাদের সম্পদের হিসাব বিবরণী বের করে আনা সম্ভব হবে। এর মধ্য দিয়ে পরবর্তীতে তাদের আয়-ব্যয়ের হিসাবে গড়মিল সহজেই বের করা যাবে। এছাড়া যেসব কর্মচারীর আয় এখনো করযোগ্য আয়ের মধ্যে পড়েনি তারা শুধু রিটার্ন জমা দিলেই হবে।

তবে আইন হলেও সরকারি অনেক প্রতিষ্ঠানে এখনো রিটার্ন জমা দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ জন্য অনেকেই এখনো সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে। তারা মনে করছেন এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া দরকার সব প্রতিষ্ঠানের। তাহলে রিটার্ন জমার পরিমাণ বাড়বে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতবছর সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। এর মধ্যে ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ২৬৪ জন। ১১তম থেকে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূলবেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত, যা করমুক্ত আয়সীমার চেয়ে কম। চলতি অর্থবছর করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন