আকস্মিক বন্যায় সিকিমে নিখোঁজ বেড়ে ৮০

বণিক বার্তা অনলাইন

ছবি: বিবিসি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে অতি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২২ সেনাসহ নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৮০ জন। এছাড়া ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি।

গতকাল বুধবার (৪ অক্টোবর) সিকিমে ব্যাপক নিখোঁজ ও এ প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির উত্তরে একটি হ্রদের বাঁধ ফেটে লাচেন উপত্যকায় তিস্তা নদীর পানি আশংকাজনক হারে বৃদ্ধি পায়। এতে আশপাশের অঞ্চল প্লাবিত হয়।

বন্যার পানিতে রাজ্যের দুটি সেতু প্লাবিত ভেসে গেছে। উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, সিকিমের উত্তরাঞ্চল পুরোপুরি তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া সেনাদের বেশ কয়েকটি পরিবহন পানিতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

আকস্মিক এ বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

সিকিমের নিচু এলাকায় ক্ষতির পরিমাণ বেশি বলে আশংকা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব এলাকা থেকে বাস্তুচ্যুতদের সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হচ্ছে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে থেকে জানা যায়, বন্যা কবলিত অঞ্চলে পানিবন্দি বাসিন্দার মধ্যে ৩ হাজারেরও বেশি পর্যটক রয়েছেন।

হিমালয়ের কোলঘেষা সিকিম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ রাজ্য। ওই অঞ্চলে গতবছর এক ভয়াবহ বন্যায় হাজার হাজার বাসিন্দা বাস্তচ্যুত হন। কমপক্ষে ২৪ জনের প্রাণহানি ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন