রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

বণিক বার্তা ডেস্ক

রসায়নে চলতি বছর নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের মুঙ্গি বাওয়েন্ডি, যুক্তরাষ্ট্রের লুই ব্রুস এবং সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণকারী আলেক্সি ইয়াকিমভ। কোয়ান্টাম ডটের সংশ্লেষণবিষয়ক গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ সময় গতকাল বেলা ৩টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করে সুইডেনের দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। 

পেশাগত জীবনে মুঙ্গি বাওয়েন্ডি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক। লুই ব্রুস নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। আর আলেক্সি ইয়াকিমভ নিউইয়র্কে ন্যানো ক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনের একজন বিজ্ঞানী। 

কোয়ান্টাম ডট সংশ্লেষণ নিয়ে তাদের কাজ ন্যানো প্রযুক্তিবিষয়ক মৌলিক গবেষণায় অবদান রেখেছে। এলইডি বাতি ও টিভি স্ক্রিনে ন্যানো পার্টিকেলস ও কোয়ান্টাম ডট ব্যবহার করা হয়। ক্যান্সার টিস্যু অপসারণের সময় সার্জনদের জন্যও এগুলো সহায়ক হতে পারে। 

রসায়নে নোবেলজয়ী তিন বিজ্ঞানীর বিশ্বাস, ভবিষ্যতে তারা ফ্লেক্সিবল ইলেকট্রনিকস, ক্ষুদ্র সেন্সর, পাতলা সৌর কোষ এবং এনক্রিপ্টেড কোয়ান্টাম যোগাযোগে অবদান রাখতে সমর্থ হবেন। 

সুইডিশ গণমাধ্যম বলছে, এবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার কয়েক ঘণ্টা আগেই রসায়নে নোবেল বিজয়ীদের তালিকা ফাঁস হয়ে গেছে। দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের অসাবধানতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। যদিও তাদের তরফে অবশ্য এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে রসায়নে একাডেমির নোবেল কমিটির চেয়ারম্যান জোহান অ্যাকভিস্টের সঙ্গে কথা হয় রয়টার্সের। তিনি বলেন, ‘এটা রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের ভুল। আমাদের বৈঠক গ্রিনিচ মান সময় সাড়ে ৭টায় শুরু হবে। ফলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিজয়ী হিসেবে কারো নাম চূড়ান্ত করা হয়নি।’ তবে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণার পর দেখা যায়, ফাঁস হওয়া তথ্যই সঠিক ছিল। অর্থাৎ সেখানে যে তিনজনের কথা বলা হয়েছিল শেষ পর্যন্ত তারাই রসায়নে নোবেল পেয়েছেন। 

বিজয়ী তিন বিজ্ঞানীকে একটি করে নোবেল মেডেল ও সনদ দেয়া হবে। পুরস্কারের নির্ধারিত অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। নিয়ম অনুযায়ী, একই বিভাগে একাধিক বিজয়ী থাকলে এ অর্থ তাদের মধ্যে ভাগ করে দেয়া হয়। 

প্রথা অনুযায়ী, প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল। ছয়টি বিভাগে ছয়দিন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে এ পুরস্কার দেয়া হয়। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক। 

রসায়নে গত বছরও তিনজন যৌথভাবে নোবেল জিতেছেন। তারা হলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারোলিন আর বারতোজ্জি, ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেন হেগেনের অধ্যাপক মর্টেন মেলডাল এবং যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্সের গবেষক কে ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে অবদানের জন্য তাদের এ সম্মাননা দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন