আইবিএফবির বার্ষিক সম্মেলনে জাহিদ হোসেন

দেশের নিট রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে

নিজস্ব প্রতিবেদক

দেশে এখন বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে গিয়ে ১৮ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, ‘‌দেশে বিদেশী মুদ্রার প্রবেশ ও বেরিয়ে যাওয়ার প্রকৃত হিসাব মিলছে না। ফলে ব্যালান্স অব পেমেন্টে বা লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হওয়ায় রিজার্ভ হ্রাস পাচ্ছে।’

গতকাল ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে এ তথ্য দেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এতে সভাপতিত্ব করেন আইবিএফবির সভাপতি ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ।

সভায় বাংলাদেশের অর্থনীতির অবস্থার ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন জাহিদ হোসেন। এতে তিনি বলেন, ‘‌দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতার একটি কারণ বহিঃস্থ চাপ। এ বহিঃস্থ চাপের কারণের বড় দিক হচ্ছে ডলারের দাম।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন