
ফেনীতে আগুনে পুড়ে প্রাণ গেছে দুই ঘুমন্ত শিশুর। মঙ্গলবার (৩ অক্টোবর) মধ্যরাতে ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতরা হলেন, মাইদুল ইসলাম শাহাদাত ও তার ছোট ভাই রাহাদুল ইসলাম গোলাপ। তারা বিরিঞ্চি এলাকার পঁচি ফকির বাড়ির মুহাম্মদ রনির ছেলে। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে রনির ঘর থেকে চিৎকার শোনা গেলে তাৎক্ষণিক তারা বের হয়ে দেখেন ওই ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয়রা জানান।
নিহতদের তাৎক্ষণিক ফেনী সদর হাসপাতালে নেয়া হলে রনির বড় সন্তান মাইদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং অন্য ছেলেটিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণের নির্দেশ দেন। পরে ঢাকার পথে রনির ছোট ছেলেটিরও মৃত্যু হয়।
এদিকে নিহত শিশুদের বাবা রনি জানান, কিছুদিন আগে আমাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের এক স্বজনের মরদেহ দাফন করতে এলে আমাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের মেরে ফেলার হুমকি দেয়। সেই শত্রুতার জের ধরে তারা ঘরে আগুন লাগিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।