তলে তলে আপস হয়ে গেছে —ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তলে তলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি নিন।’ ঢাকার সাভারের আমিনবাজারে গতকাল ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুই সেলফিতেই বাজিমাত। এক সেলফি দিল্লি, আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা আর পুতুল, জো বাইডেনের সেলফিতে দিল্লিতে বাজিমাত। তারপর নিউইয়র্কে বাজিমাত। বিএনপি এখন পথহারা পথিক। কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি?’ 

ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞার হুমকি-ধমকি শেষ। এজন্য ফখরুলের গলার সুর নরম হয়ে গেছে। তারা বলছে খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচন করবে না। না করুক, বাংলাদেশের মানুষ এ মুহূর্তে ভোট ছাড়া আর কিছু চায় না।’ 

তিনি বলেন, ‘বিএনপি নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা। ৪৮ ঘণ্টার আলটিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। আন্দোলনের নামে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায়। এতে কোনো কাজ হবে না।’ 

বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলা এতদিনে নিষ্পত্তি হয়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘চার-পাঁচ বছরে হাজিরা দেননি। আদালতে মামলা ঝুলিয়ে রেখেছে। মামলা চালালে এতদিনে ফয়সালা হয়ে যেত। হয়তো তিনি মুক্তিও পেতেন।’ 

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন