দেশীয় গাড়িতে প্রণোদনা দেবে ইতালি

বণিক বার্তা ডেস্ক

দেশীয় গাড়ির বিক্রি বাড়াতে নতুন প্রণোদনার কথা বিবেচনা করছে ইতালি। একে চীনা বিদ্যুচ্চালিত গাড়ির আধিপত্য থেকে ইতালীয় অটো শিল্পকে রক্ষা করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

ফ্রান্সে সম্প্রতি গৃহীত এক প্রকল্প থেকে উদ্বুদ্ধ হয়ে এ পদক্ষেপ নেয়া হবে। প্রণোদনা প্রকল্পের লক্ষ্য ইউরোপে চীনা নির্মিত বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি কমিয়ে আনা। পাশাপাশি ইউরোপের বাজারে স্থানীয়  গাড়ির জনপ্রিয়তা বাড়িয়ে তোলা।

ইতালীয় কর্তৃপক্ষ জানায়, ফরাসি প্রণোদনা মডেলটির বাস্তবায়ন নিয়ে বর্তমানে আলোচনা চলছে। এটি স্থানীয় গাড়ি উৎপাদনের জন্য উপকারী। ফলে চীনা ইভি আমদানির বিপরীতে ফ্রান্সের কৌশল অনুকরণ করতে আগ্রহী দেশটি।

প্রচলিতভাবে প্রণোদনা প্রাথমিকভাবে শুধু গাড়ির কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে করা হয়। তবে ফ্রান্সে প্রস্তাবিত নতুন বিধিবিধানে নির্দিষ্ট কিছু মানদণ্ড তৈরি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন