ন্যূনতম মজুরি বাড়াল ফ্লোরিডা

বণিক বার্তা ডেস্ক

ফ্লোরিডার ন্যূনতম মজুরি ১ ডলার বাড়িয়ে ঘণ্টাপ্রতি ১২ ডলার করা হয়েছে। ২০২০ সালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মজুরি বৃদ্ধির এ প্রক্রিয়া শুরু হয়েছিল। সে সময়ের সংশোধনীতে মজুরি ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২৬ সালের মধ্যে ঘণ্টাপ্রতি ১৫ ডলারে উন্নীত করার কথা বলা হয়। খবর সিএনএন।

২০২০ সালে ফ্লোরিডার ন্যূনতম মজুরি ছিল ঘণ্টাপ্রতি ৮ ডলার ৫৬ সেন্ট। ভোটের মাধ্যমে সংশোধনীর পর রাজ্যের ন্যূনতম মজুরি ২০২১ সালের জানুয়ারিতে ৮ ডলার ৬৫ সেন্ট নির্ধারণ করা হয়। একই বছরের সেপ্টেম্বরে মজুরি আরো এক দফা বাড়িয়ে করা হয় ১০ ডলার। এর পর থেকে প্রতি বছরের সেপ্টেম্বরে ন্যূনতম মজুরি ১ ডলার করে বাড়ানো হচ্ছে, যা ২০২৬ সালে ১৫ ডলারে পৌঁছবে।

ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট (এফএলএসএ) অনুসারে ন্যূনতম মজুরি ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত প্রতি ঘণ্টা ৭ ডলার ২৫ সেন্ট নির্ধারিত। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্যানুযায়ী, ফ্লোরিডার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী জর্জিয়ার ওয়াইওমিংতে সর্বনিম্ন মজুরি ৫ ডলার ১৫ সেন্ট। তার বিপরীতে ওয়াশিংটনে মজুরি ঘণ্টায় ১৫ ডলার ৫৪ সেন্ট নির্ধারিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন