বক্স অফিসে শক্ত অবস্থানে ‘ফুকরে থ্রি’

ফিচার ডেস্ক

কমেডি ঘরানার সিনেমা ‘ফুকরে থ্রি’। ২৮ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। আর ৫ দিনে আয় করেছে ৫০ কোটি রুপির বেশি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ফুকরে থ্রি মুক্তির প্রথম দিন আয় করেছে ৮ দশমিক ৮২ কোটি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‌‘‌ফুকরে’, আর ২০১৭ সালে ‘‌ফুকরে রিটার্নস’। কমেডি ঘরানার এ সিনেমা দুটি পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার মুক্তি পেয়েছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিকুয়াল ‌ফুকরে থ্রি। এ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং ও রিচা চাড্ডা। ফুকরে থ্রি ভালো আয়ের দিক থেকে এগিয়ে থাকলেও ভারতের সিনেমা সমালোচকদের প্রশংসা পায়নি। তাদের মতে, ফুকরের আগের দুটি কিস্তির মতো দর্শককেও হাসাতে পারেনি এবারের সিকুয়াল। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন