ব্যাংককে শপিং মলে হামলা, নিহত ৩

বণিক বার্তা অনলাইন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং সেন্টারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় থাই পুলিশ এক কিশোরকে আটক করেছে। খবর বিবিসি।

থাই পুলিশ জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ১৪ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে সে হামলা চালিয়েছে, তা এখনো অজানা। তাকে গ্রেফতারের পর এখন জেরা করা হচ্ছে।

হামলাটি হয়েছে ব্যাংককের কেন্দ্রস্থলের বিলাসবহুল সিয়াম প্যারাগন মলে। থাই মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ১৪ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। সিয়াম প্যারাগন মলে এই ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ওই কিশোর একটি হ্যান্ডগান থেকে নির্বিচারে গুলি চালায়।

থাই জরুরি বিভাগের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা যাচ্ছে, সন্দেহভাজনকে মাটিতে ফেলে পিছমোড়া করে তার হাতে হাতকড়া পরাচ্ছেন পুলিশ অফিসাররা।

সোশ্যাল মিডিয়ায় হামলার মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, নিরাপত্তাকর্মীদের তত্ত্বাবধানে, শিশুসহ বহু মানুষ শপিং মলের দরজা দিয়ে ছুটে বেরিয়ে আসছেন। আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, মলের ভিতরের এক রেস্তোরাঁয় এক অন্ধকার ঘরে লুকিয়ে আছেন বেশ কয়েকজন মানুষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন