
বিভিন্ন দাবিতে পার্বত্য জেলা রাঙ্গামাটিসহ সারা দেশে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। কর্মবিরতির কারণে রাঙ্গামাটি সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজগুলোর পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। গতকাল ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি ‘অনিবার্য কারণ’ দেখিয়ে স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। স্থগিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ৩০ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিতসংক্রান্ত ও নতুন তারিখ ঘোষণা করে জরুরি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।