আরো ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬

নিজস্ব প্রতিবেদক

দেশে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৭। 

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো ২ হাজার ৫৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৩ জন চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১২০ ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৪ হাজার ৪৫৮ ও ঢাকার বাইরে ১ লাখ ২৪ হাজার ৪২৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন। এর মধ্যে ঢাকায় ৮০ হাজার ৬৮৩ ও ঢাকার বাইরে ১ লাখ ১৭ হাজার ৯০১ জন।

সরকারের ডেঙ্গুবিষয়ক তথ্য বিশ্লেষণে জানা যায়, দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংখ্যা মূলত বাড়তে শুরু করে জুলাইয়ে। গত জানুয়ারি থেকে ১৫ জুলাইয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ায় ১০০। এরপর ২৫ জুলাই ২০১, ৫ আগস্ট ৩০৩, ১৪ আগস্ট ৪১৬, ২৩ আগস্ট ৫০৬, ২ সেপ্টেম্বর ৬১৮, ৮ সেপ্টেম্বর ৭০৬, ১৬ সেপ্টেম্বর ৮০৪ ও ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মৃতের হয়েছিল ৯০৯ জনের। মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ায় ১ অক্টোবরে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার ৮৫৪, আগস্টে ৭১ হাজার ৯৭৬ ও সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃতদের মধ্যে জানুয়ারিতে ছয়, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিল ও মে মাসে দুজন করে চারজন, জুনে ৩৪, জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২ ও সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়। মার্চে কোনো রোগী মারা যায়নি।

চলতি বছর ডেঙ্গুর সব রেকর্ড ভেঙেছে। দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গুর রোগতত্ত্বের প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ওই বছর পাঁচ হাজার ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন