সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় সাতজনের প্রাণহানি

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় সাতজনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। গত রোববার রাতে এবং গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।

চাঁদপুর: কচুয়ায় আল-আরাফা পরিবহনের একটি বাসের ধাক্কায় ওমর ফারুক (৩৫) নামে ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশায় থাকা আরো তিন যাত্রী। গতকাল সকালে কচুয়া-গৌরীপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলায় একটি মালবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হয়েছেন। গতকাল বিকালে ১৪ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া: ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে শিমা খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিমা খাতুন নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী। তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।

ময়মনসিংহ: ভালুকায় গত রোববার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক যুবক মারা যান। একই দিন দুপুরে মহাসড়কের হাজির বাজার এলাকায় বাসচাপায় শামীম হাসান (২৬) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়। শামীম হাসান উপজেলার চাপড়বাড়ী এলাকার হযরত আলীর ছেলে।

নাটোর: লালপুরে বালিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. হাফিজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল ৮টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় পিকআপ ভ্যানচাপায় শওকত মীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। শওকত মীরের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের কাঁচনা গ্রামে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন