চীনে তিনটি পুরস্কার জিতল কনকা ওয়াশিং মেশিন

চীনে অনুষ্ঠিত ২৬তম চায়না হোম লন্ড্রি এবং ড্রাইং সামিট ফোরামে তিনটি পুরস্কার জিতেছে কনকা ওয়াশিং মেশিন। চায়না হাউজ হোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং চীনের স্টেট গ্রিড আয়োজিত এ সম্মেলনে লন্ড্রি এবং কেয়ার সলিউশনের ক্ষেত্রে কনকার অবদান বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও নিরন্তর প্রচেষ্টার ফলে কনকা এ শীর্ষ সম্মেলনে তিনটি পুরস্কার অর্জন করল। পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ২০২৩ চায়না হোম লন্ড্রি অ্যান্ড ড্রাইং ইন্ডাস্ট্রি ঝেনকাই স্মার্ট ওয়াশিং অ্যান্ড কেয়ার লিডিং ব্র্যান্ড পুরস্কার, ২০২৩ চায়না হোম লন্ড্রি অ্যান্ড ড্রাইং ইন্ডাস্ট্রি স্মার্ট অ্যান্ড হেলদি ওয়াশিং অ্যান্ড ড্রাইং লিডিং প্রডাক্ট এবং ২০২৩ চায়না হোম লন্ড্রি এবং ড্রাইং ইন্ডাস্ট্রি।

কনকা ব্র্যান্ড দুই যুগ আগে ইলেকট্রো মার্ট লিমিটেডের হাত ধরে বাংলাদেশে বিপণন কার্যক্রম শুরু করে। ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কনকা ওয়াশিং মেশিনের বেশ কয়েকটি সিরিজ বিপণন করছে ইলেকট্রো মার্ট। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন