মালয়েশিয়ার জিডিপি কমার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়ার জিডিপি চলতি বছরে ৩ দশমিক ৯ শতাংশে থাকার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে তা ৪ দশমিক ৩ শতাংশে থাকার কথা বলা হয়েছিল। পূর্বাভাস কমিয়ে আনার পেছনে প্রধান কারণ হিসেবে রফতানি কমে যাওয়া ও বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে উল্লেখ করা হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

মালয়েশিয়ায় বিশ্বব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ অপূর্ব সঙ্গী জানিয়েছেন, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে মালয়েশিয়ার রফতানি যথাক্রমে ৩ দশমিক ৩ ও ৯ দশমিক ৪ শতাংশ কমেছে। যেহেতু এ মুহূর্তে বৈশ্বিক চাহিদায় খুব বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নেই, ফলে মালয়েশিয়ার রফতানি খাতেও তার ছাপ থাকবে। যুক্তরাষ্ট্র ও চীনের চাহিদার ওপর মালয়েশিয়ার অর্থনৈতিক সূচক অনেকাংশেই নির্ভর করে।

বিশ্বব্যাংক ২০২৪ সালের জন্য মালয়েশিয়ার জিডিপির পূর্বাভাস ৪ দশমিক ৩ শতাংশে উন্নীত করেছে। 

অপূর্ব সঙ্গী বলেছেন, ‘‌আগামী বছর বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে বাড়বে জিডিপি। পাশাপাশি বিনিয়োগ, পর্যটন খাতের অগ্রগতি ও শ্রমবাজারের উন্নতিও ভূমিকা রাখবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন