লটারি বিক্রি বেড়েছে চীনে

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের অন্যতম পরাশক্তি চীনে লটারি বিক্রি বেড়েছে। দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতা ও তরুণদের ক্রমবর্ধমান বেকারত্বের কারণে এমন প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

চীনের অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, আগের বছরের তুলনায় গত আগস্টে দেশজুড়ে লটারির টিকিট বিক্রি বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ। যার আর্থিক পরিমাণ ৫ হাজার ২৯৬ কোটি ইউয়ান বা ৭২৫ কোটি ডলার। চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত সারা দেশে ৩৭ হাজার ৫৭৬ কোটি ইউয়ানের লটারি টিকিট বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৬ শতাংশ বেড়েছে বিক্রি।

বিশ্লেষকরা মনে করছেন, ক্রমবর্ধমান লটারি টিকিট বিক্রি দেশটির বর্তমান অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। বেকারত্বের কারণে ১৬-২৪ বছর বয়সী তরুণরা সবচেয়ে বেশি লটারি কিনছেন। বিষয়টি দেশটির নীতিনির্ধারকদেরও নজরে এসেছে। সরকারি তথ্যানুসারে, গত জুনে চীনে তরুণদের বেকারত্বের হার রেকর্ড ২১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। 

সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে মন্তব্য করছেন—সাম্প্রতিক মাসগুলোয় দেশটির অর্থনৈতিক অবস্থা নিয়ে তরুণদের গভীর উদ্বেগের কারণেই লটারি বিক্রির হার বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন