শিল্পকলায় তিনদিনের মূকাভিনয় উৎসব

ফিচার প্রতিবেদক

আজ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গণজাগরণের মূকাভিনয় উৎসব’। এতে অংশগ্রহণ করছেন দেশের প্রায় অর্ধশত মূকাভিনয়ের দল, কয়েকশ মাইম শিল্পী।

আয়োজনের উদ্বোধনী দিনে থাকছে মাইম আর্টের পরিবেশনা। যার মধ্যে আছে নিথর মাহবুবের একক মাইম ‘নারী নির্যাতনের সাজা’ এবং দলের আরেক সদস্য টুটুলের পরিবেশনা ‘আমার স্বপ্ন’। এছাড়া আছে দলীয় পরিবেশনা ‘যেমন কর্ম তেমন ফল’ সিরিজের কয়েকটি পর্ব। পরবর্তী দুইদিনও জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।

আজ থেকে ১৫ বছর আগে ঢাকায় নিয়মিত মাইম চর্চা করে এমন একমাত্র দল ছিল মাইম আর্ট। বাংলাদেশে মাইম শিল্পের আগমন ঘটে ১৯৭৩ সালের দিকে পার্থপ্রতিম মজুমদারের হাত ধরে। তখন অনুপ্রাণিত হয়ে অনেকেই এ শিল্পে আসেন। ১৯৮১ সালের দিকে পার্থপ্রতিম মজুমদার ফ্রান্স প্রবাসী হন। তারপর ধীরে ধীরে হারাতে থাকে শিল্পটি। নতুন করে মাইম আর্টকে ফিরিয়ে আনেন নিথর মাহবুব। ২০০৮ সালে মাইম নিয়ে ব্যাপক কাজ করার লক্ষ্যে কয়েকজন তরুণকে নিয়ে দল গড়েন নিথর। তার ধারাবাহিকতায়ই এ মাইম উৎসব।

নিথর মাহবুব বলেন, ‘‌এ উৎসব আমাকে কতটা আন্দোলিত করছে, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এর জন্য সবার আগে ধন্যবাদ জানাতে হয় নাটুকে থিয়েটারের আল নোমানকে, নোমানের পরিকল্পনায়ই পার্থপ্রতিম মজুমদারকে নিয়ে শুরু হয়েছিল সারা দেশে মাইমকে ছড়িয়ে দেয়ার মিশন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন