বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই

বৃষ্টিতে কাটা গেলো ওভার, এখন ৩৭ ওভারের ম্যাচ

বণিক বার্তা অনলাইন

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি জোরদারের ম্যাচে বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা অনেকটা সময় ধরে বন্ধ ছিল। তবে এরপর কিছুক্ষণ বৃষ্টি ছিল না। ফলে মাঠ পরিচর্যার কাজ শুরু হয়। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে জানান, খেলা কমিয়ে আনা হচ্ছে ৪০ ওভারে। এই ঘোষণা দেওয়ার পরপরই ফের নামে বৃষ্টি। আবার কভারে ঢাকা হয় মাঠ।

অবশেষে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত আটটায়। বৃষ্টিতে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় কেটে ফেলা হয়েছে ১৩ ওভার করে। অর্থাৎ ৩৭ ওভারের ম্যাচ হবে এখন। বৃষ্টির আগে ৩০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান ছিল বাংলাদেশের। মেহেদি হাসান মিরাজ ৬০ আর তাওহীদ হৃদয় ৫ রান নিয়ে ব্যাটিং করছিলেন। খেলার শুরুর পর কোনো রান যোগ না করেই আউট হয়ে যান হৃদয়।

তানজিদ হাসান তামিমের মতো টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে তামিম আর মিরাজ দারুণ ব্যাটিং করলেও টপ আর মিডল অর্ডারের বাকিরা করেছেন হতাশ।

লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ২, মুশফিকুর রহিম ৮ আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ১৮ রান করেই। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন