গির্জার ছাদ ধসে মেক্সিকোয় নিহত ৯, নিখোঁজ ৩০

বণিক বার্তা অনলাইন

ছবি: বিবিসি

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নয়জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও ৩০ জন আটকা পড়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্স।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার (১ অক্টোবর) বিকালে উপকূলীয় রাজ্য তামাউলিপাসে ছাদ ধসের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই সময় গির্জার অনুষ্ঠানে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।

আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের চারপাশের এলাকায় লোকজন ভিড় করেছেন। ভেতরে আটকে পড়াদের উদ্ধারের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান করছেন তারা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন