
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
নিজেদের মধ্যে নিরাপত্তা চুক্তি জোরদার করছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনের বৃহত্তম প্রতিরক্ষা
সংস্থা বিএই’র সঙ্গে সাবমেরিন তৈরির জন্য ৪৮২ কোটি ডলারের চুক্তিতে স্বাক্ষর করেছে।
খবর বিবিসি।
চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়াকে পারমাণবিক
শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার জন্য অকাস চুক্তির বিশদ জানানো হয়। সেখানে সরবরাহের
সময়সীমা ছিল ২০৩০ সালের শেষ নাগাদ।
এ চুক্তির মূল লক্ষ্য ইন্দো-প্রশান্ত
মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবেলা করা। তবে বেইজিং এই চুক্তি নিয়ে তিন দেশের কড়া
সমালোচনা করেছিল।
বিএই সিস্টেমের চিফ এক্সিকিউটিভ চার্লস
উডবার্ন বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ ত্রিদেশীয় সাবমেরিন প্রোগ্রামে ভূমিকার জন্য
গর্বিত।’
প্রথম এসএসএন-অকাস সাবমেরিনটি ব্রিটিশ
নকশার ওপর ভিত্তি করে তৈরি। এটি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উভয়ই ব্যবহার করবে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট
শ্যাপস বলেছেন, কৌশলগত সুবিধা বজায় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বৈশ্বিক ব্যবস্থায় আমাদের
শীর্ষস্থানীয় স্থান সুরক্ষিত করতে অকাস হান্টার-কিলার সাবমেরিন প্রোগ্রামে বিলিয়ন
ডলার বিনিয়োগ হচ্ছে। দীর্ঘমেয়াদী এই বিনিয়োগ আমাদের সাবমেরিন সক্ষমতা দিতে সহায়তা
করবে।
বিএই দাবি করছে, তাদের সরবরাহ করা যুদ্ধযানটি
হবে রয়্যাল নেভি পরিচালিত সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী ও উন্নত আক্রমণাত্মক সাবমেরিন।