প্রথমার্ধে লোকসানে ফিনিক্স ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ পয়সায়। ঘথ ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪ টাকা ২৮ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন