স্লোভাকিয়ার
জাতীয় নির্বাচনে বড় জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর দল স্মের-এসএসডি। প্রায়
সব ভোট গণনা শেষে দেখা গেছে, ২৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে স্মের-এসএসডি। যদিও সরকার
গঠনে দলটিকে জোট গড়তে হবে।
রবার্ট
ফিকো কট্টর রুশপন্থি হিসেবে পরিচিত। তার দল সরকার গড়লে ইউক্রেনে অবিলম্বে সকল সামরিক
সহযোগিতা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
২০২২
সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর কিয়েভের দৃঢ় সমর্থক হিসেবে ভূমিকা
রেখে আসছে স্লোভাকিয়া। ইউক্রেনের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। স্লোভাকিয়াই প্রথম দেশ
হিসেবে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। একই সঙ্গে কয়েক হাজার ইউক্রেনীয় শরণার্থীকে
আশ্রয় দিয়েছে। কিন্তু এই পথে আর হাঁটবে না বলে ঘোষণা দিয়েছেন ফিকো। কিয়েভকে সব ধরনের
সামরিক সরঞ্জাম দেওয়া বন্ধ করা হবে। এমনকি দেশটিকে ন্যাটোতে যোগদানে ভেটো দেওয়ার কথাও
জানিয়েছেন তিনি।
ফিকো
ও তার সহযোগীদের যুক্তি, আমাদের ইউক্রেনে অস্ত্র পাঠানো উচিত নয় কারণ এটি যুদ্ধকে আরো
দীর্ঘায়িত করবে। তারা বলছে, আমরা যদি ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করি তাহলে শান্তি
আসবে। কারণ আমরা ইউক্রেনের পাশে না দাঁড়ালে সংঘাত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
ফিকো এর আগে ২০০৬ থেকে ২০১০ এবং ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অনুসন্ধানী সাংবাদিক জ্যান কুসিয়াক এবং তার বাগদত্তা মার্টিনা কুশনিরোভা হত্যার প্রতিবাদে কয়েক সপ্তাহের ব্যাপক বিক্ষোভের পর ২০১৮ সালের মার্চ মাসে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।