
অবশেষে জানা গেল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মুক্তির তারিখ। ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এ সিনেমা। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে। আজ মুক্তি পাচ্ছে সিনেমাটির ট্রেলার। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।