
ভূমিকম্পের ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি আফ্রিকার দেশ মরক্কো। অবকাঠামোর পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি। এ ক্ষতি কাটিয়ে উঠতে দেশটিকে ১৩২ কোটি ডলার ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর ন্যাশনাল নিউজ।
ঋণ হিসেবে বরাদ্দকৃত এ তহবিল অবশ্য একসঙ্গে দেয়া হবে না। দেড় বছর ধরে পর্যায়ক্রমে এ অর্থ দেয়া হবে দেশটির কর্তৃপক্ষকে। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি টেকসই উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অর্থ ব্যয় করবে রাবাত।
মরক্কো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে আগামী পাঁচ বছরে ১ হাজার ১৭০ কোটি ডলার ব্যয়ের প্রকল্প হাতে নিয়েছে।
ভূমিকম্পে মরক্কোর যে ক্ষতি হয়েছে, তা দেশটির মোট জিডিপির ৮ শতাংশের সমান। বিশ্বব্যাংকের ২০২২ সালের প্রতিবেদন অনুসারে, দেশটির জিডিপি ১৩ হাজার ৪১৮ কোটি ডলার।
সে হিসেবে ভূমিকম্পে ক্ষতির পরিমাণ ১ হাজার ৭০ কোটি ডলার অতিক্রম করবে।
চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মরক্কোর অর্থনীতি এমনিতেই সংকুচিত ছিল। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি। ২০২২ সালে দেশটির প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ২ শতাংশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের প্রকৃত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫ শতাংশ।
মরক্কোর অর্থনীতির ৭ শতাংশ আসে পর্যটন খাত থেকে। খাতটিতে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এর আগে অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটন খাতে বিনিয়োগ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় দেশটি।