
যুক্তরাষ্ট্রের
রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদ
কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের বিল প্রত্যাখ্যান করায় বেকায়দায় পড়েছে জো বাইডেন সরকার।
রোববার থেকে শাটডাউনের পথে মার্কিন যুক্তরাষ্ট্র। যার অর্থ ১ অক্টোবর থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম
আংশিকভাবে বন্ধ হয়ে যাবে। অচল হয়ে পড়বে বাইডেন সরকার। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এটি
হতে যাচ্ছে চতুর্থ শাটডাউন।
রয়টার্সের
খবরে বলা হয়, সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সচল রাখতে শুক্রবার স্বল্পমেয়াদী তহবিল বিল
পাসের চেষ্টা হয়েছিল প্রতিনিধি পরিষদে। ওই বিলে ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলার এবং প্রাকৃতিক
বিপর্যয়ের জন্য ৬ বিলিয়ন ডলারের প্রস্তাব রাখা হয়েছে। তবে সেখানে রিপাবলিকানদের আপত্তিতে
বিলটি অনুমোদন পায়নি। বিলের বিপক্ষে ২৩২ এবং পক্ষে ১৯৮টি ভোট পড়ে।
হাউস
স্পিকার কেভিন ম্যাকার্থি অবশ্য বলছেন, শনিবার আবার ভোট হওয়ার সুযোগ আছে।
যদিও
রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদের তা পাসের সম্ভাবনা ক্ষীণ। কারণ রিপাবলিকানের
বিদ্রোহী সদস্যরা জানিয়েছেন, তারা পূর্ণকালীন বিল ছাড়া অন্য কোনো কিছুতে রাজি হবেন
না। ফলে শাটডাউন অবধারিত বলেই মনে হচ্ছে। এতে
৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের
অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছেন, আরেকটি শাটডাউনে পড়লে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি
বাধাগ্রস্ত হতে পারে। এতে ক্ষুদ্র ব্যবসা ও শিশুদের জন্য পরিচালিত কর্মসূচির গতি কমে
যেতে পারে। সেই সঙ্গে থমকে যেতে পারে বড় অবকাঠামোগত প্রকল্পের গতিও।