
তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনবিএফআইটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৫২ পয়সা। এর আগের হিসাব বছরে এ লোকসান হয়েছিল ১৮ টাকা ৪৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ২৮ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ১৪ টাকা ৩২ পয়সায়।